বেনজীন খান – এর কবিতা

Share on facebook
Share on twitter
Share on linkedin

রক্তাক্ত হৃৎপিণ্ড

এক ভীষণ পেতনী! এতটাই ধূসর,

চোখের অলক্ষ্যে সে ঝড় তুলছে

সবুজ অরণ্য চিরে মায়াবী গ্রামে।

আহা স্বপ্ন! শিশু স্বপ্ন! 

ফিরে যাও পেছন পথে, 

বড় রক্তাক্ত পিচ্ছিল এ পথ 

স্বপ্নদের জন্য নয়। 

কেবল দৈত্য-দানব আর 

বুনো ভুতদের এ শ্মশান শহর 

তোমাদের জন্য নয়।

ধ্রুব তারা উধাও হয়েছে

অভিমুখ হারা জাহাজটি এখন

বুনো তিমির মুখে…

আহা সবুজ বন, বড়  বিধবা তুমি আজ…

মন্তব্য: