শীতের স্বরলিপি ও অন্যান্য

Share on facebook
Share on twitter
Share on linkedin

শীতের স্বরলিপি

শীত আসে অঘ্রাণের সীমানা পেরিয়ে
ঘনীভূত করে রাখে অনুভূতির চরাচর
নির্জন নিঃসঙ্গতায় ঝুলে থাকে
নৈঃশব্দ্যের কঙ্কাল
শরীরের শশ্মানে অনবরত পুড়তে থাকে
অস্তিত্বের দাহকাল
তবুও শীতের স্বরলিপি নিয়ে আসে
কুয়াশার ইন্দ্রজাল
অনুভূতি যাপনে হয়ে ওঠে স্মৃতি
নীরবে সমস্ত স্মৃতি হয়ে যায় অতীত
মনের একান্ত গভীর গোপনে …

অন্তরমহল

প্রতিনিয়ত পৃথিবী পরিভ্রমণ করে কক্ষপথ
মনও মাধ্যম হয়ে ওঠে ছায়াপথের
তুমি হয়ে ওঠো সন্ধ্যার গ্রহতারা
আলো জ্বেলে রাখো মেঘমুক্ত আকাশে
গোধূলির হরিদ্র মেয়ে হারিয়ে যাও
সান্ধ্য আঁধারে
অতঃপর অন্ধকার নিরন্ধ্র রাতের গ্রহণে
পৃথিবী ডুবে যায় অতলান্তিক ঘুমের সমুদ্রে
কত ঘনত্বের গভীরতায় জমা কষ্ট পাথর হয়ে ওঠে
আর সুখের স্মৃতি রঙিন, কষ্টের ধূসর অথবা নীল
ক্রমশঃ আপেক্ষিকতার সূত্রে বড় হয়ে উঠি
অথচ ছায়া মায়া হয়ে থাকে অন্তরমহলে…

মন্তব্য: