মির্জা নাহিদ হোসেন – এর কবিতা

Share on facebook
Share on twitter
Share on linkedin

ভালোবাসার যৌথ খামার

আমি পাহাড়ে উঠব

আমি নদীতে ডুবব

আমি অনাকর্ষিত জমিতে ফলাব ফসল

আমাদের ভালোবাসার যৌথ খামারে জন্ম নেবে আমাদের ভবিষ্যৎ

আমি অবগাহন করব আমাদের আদিবাসী জমিতে

সম-উচ্চারিত শব্দের অর্থ হবে অভিন্ন

আষ্টেপৃষ্টে জড়িয়ে আদর করতে করতে দুটো শরীর এক হয়ে 

        অসীম শূন্যতা পূরণ করে দেবে ভালোবাসার যৌথ খামার

শিৎকার ধ্বনি নিস্তব্ধতা বিদীর্ণ করে ছুয়ে যাবে দুটি মন

তুমি নাঙ্গলের ফলাকে আরও ভিতরে নিয়ে আবদ্ধ করে 

অস্ফুট স্বরে বলবে ভালোবাসি, ভালোবসি

আমি কিছুই করব না উপভোগ ছাড়া

শরীরকে ছেড়ে দাও সময়ের হাতে

মনকে ভাসিয়ে দাও মেঘের সাথে

শূন্যতা পূরণ করুক আমাদের সমমিলন

আমরা গভীর ঘুমে তলিয়ে যাচ্ছি 

যেমন যায় প্রতিটা রমনক্লান্ত মিলনের পরে আদম হাওয়া।

মন্তব্য: