ব্যক্তিগত ভুল

Share on facebook
Share on twitter
Share on linkedin

ব্যক্তিগত ভুল

নুয়েছি অজান্তে, পরাজিত নই জেনো।
ধ্বংসাবশেষ কিছু কুঁড়িতে ভর করে দাঁড়াবো
এযাবৎকালের অভূতপূর্ব সুন্দর সুবাস বিলাবো
বিশ্বাসে নত হবে চির উদ্ধত প্রাণও।

পেয়েছি পলাতক মনের এই সংবাদটুকু গোপনসূত্রে
ব্যক্তিগত এই মনটাকে করেছে উদ্বস্তু আর মৃত্যুপ্রবণ
কোন ব্যক্তিবিশেষের অনৈতিক অনুশাসন
আজ তাই প্রায় দুঃসাধ্য ফেরা অভ্যাসের বাইরে।

সত্যতা খোঁজে একসময়ের দূর্বল ভালবাসা, কপট কথপোকথন
চলে আসে খুব সহজে ব্যক্তিগত শব্দটি তার দ্বিধাহীন উচ্চারণে
যার কাছে আত্মবিলীন হয়েছি আমি সমর্পিত একধ্যানে
অনুতাপে টের পাই ভুল পথ মাড়িয়েছি, দেখা চাই নিজের এখন।

মন্তব্য: