ফ্রেন্ড রিকোয়েস্ট অপেক্ষার নৈর্ব্যক্তিক মেঘ ও অন্যান্য

Share on facebook
Share on twitter
Share on linkedin

ফ্রেন্ড রিকোয়েস্ট অপেক্ষার নৈর্ব্যক্তিক মেঘ

তারপর উড়ে গেলি শাদা টয়োটায়
আমি ফিরলাম উজবুক মেঘে ভেসে
এরপর চার কোটি বছর এবঙ তুই
তোর সিন্দুকে তোলা আমার ফ্রেন্ড রিকোয়েস্ট

… অপেক্ষাশিল্প কী ভীষণ ভাস্কর্যময়

গর্দভের নোটবুক থেকে

এক বিপুল বিস্ফোরণ
এই মেলানকলিক বিকেলে জুড়োলো বুঝি তোমার দূরত্বে
তুমি বললে- এসবের কোনো মানে হয় না
অথচ মানে ছাড়াই তোমার কক্ষপথে আজো ধুলো জমলো কই
আর দেখো মানে ছাড়াই মানে খুঁজছি চোখে চোখে
তুমিও কি কিচেনে স্বনির্ভর জিগোলোপন্থী রাতে
পিচপথে ধোঁয়া উড়ছে বৃষ্টির পর

এটিএম বুথের নিঃসঙ্গ দারোয়ান আর যাত্রী ছাউনী
তবু বেকার প্রসঙ্গ থেকে গেল।

মন্তব্য: