শামছুন্নাহার লাকী – কবিতা

Share on facebook
Share on twitter
Share on linkedin

মানুষ গড়ার কারিগর

দেশ গড়ে জাতি গড়ে রাজনৈতিক ব্যক্তি

জ্ঞানে-গুনে পূর্ণ তারা কার এ সৃষ্টি?

ডাক্তার নেয় ভার, করে রোগ মুক্তি

মুমূর্ষকে কর সেবা- এ কার উক্তি?

শহর বন্দর অট্টালিকা গড়ছে প্রকৌশলী

নিরন্তর করছে কাজ, কে শেখালো প্রণালী?

বৈমানিক পাইলট যাচ্ছে চাঁদে করছে জয়

পা রাখছে ভিন গ্রহে, কে দিয়েছে অভয়?

কার এ মহাযজ্ঞ? 

সে কেউ আর নয়, অতি তুচ্ছ

মানুষ গড়ার কারিগর, নাম তার শিক্ষক

            নয় খুব অভিজ্ঞ।

মন্তব্য: