না জ মা কু ই ন-এর কবিতা

Share on facebook
Share on twitter
Share on linkedin


অনুভুতি

শ্রাবণ-আকাশ ভিজে গেছে জোছনায়
তুমি দুয়ার খোল
চাঁদে ভাসছে রূপালী আঁচল
মেঘবতী চুল
গন্ধরাজ আর হাসনাহেনা বাইরে এসো
বর্ষার জলে দু’হাত ভিজিয়ে
জোছনার ক্যানভাসে লিখে যাও স্পর্শহীন অনুভূতি।

পুড়ছি

মোমবাতির মতো জ্বলছি
পুড়ছি
গলছি
একটু একটু করে

সভ্যতার যান্ত্রিকতায় দলিত হচ্ছি
অহরহ
তোষামোদে উড়ছে ধূলো
আহত হচ্ছে কাব্য লীলা
ফালতু লেন-দেন বাড়ছে
দিন দিন…

যদি চাও

যদি চাও, কান্নার জলে সাঁতার কাটবো
রাজহাঁসের মতো
তুমি জলপদ্ম হয়ে ফুটে থেকো নিরাপদ দূরত্বে।

যদি চাও, বুনোহাঁস হয়ে উড়ে যাবো ঠিকানাবিহীন।

তুমি সুখ খুঁজো সুখের নীলে।

মন্তব্য: