বিকাশ মজুমদার – এর কবিতা

Share on facebook
Share on twitter
Share on linkedin

কবিতা

খরতাপে আয়োময়
গুণ্ঠন খোলসে ঢেকে রাখা মুখ
জীবনে কঠিন ধুলো
পোড়ামাটি কাঠিন্য দিয়েছে তোমায়
খুঁজে পেতে সর জল যমুনার ঢেউ
নিরন্তর কাছে ফিরে আসা
ফিরে যাওয়া তোমায় ঘিরে।

অর্বাচীন কবিতা কি তুমি?
ধরা কিংবা অধরার বিমূর্ত ছবি?
নাকি অসহজিয়ারূপী কোন কবিতা?

জগৎ মাতে

আসবে বলে এ নির্জনে
একলা বসে
জানবে না কেউ ঘুণাক্ষরে
বীজন বনে আমরা একা।

বাতাস বনে ফাগুন না থাক
উষ্ণ হাতের মুঠোয় মুঠোয়
জাগবে শিহর’ সর্ব অঙ্গময়।

আমরা কোন কইবো না কথা
চারিপাশে কি অনন্ত চুপ
মহাশূন্য শূন্যে ঝুলে আছে যেন
শব্দহীনা মূক।

কারো সাথে কইবোনা কথা
ফুলের সাথে মনের সাথে
না বলাতেই অনেক কথা
অনেক কথা হবে
বীজন বনে সেই কথাতেই
জগৎ মাতে … মাতে।

মন্তব্য: