তুহিন দাস – এর কবিতা

Share on facebook
Share on twitter
Share on linkedin

মলয়চন্দন

মলয়চন্দন তোমাকে ডেকে যাই এইসব দিনগুলোর পাশে

দরজা খুলে যায় হাওয়ায়। ফুল আর ভালোবাস নিয়ে

কথা কয়। আমরা দিন, আমরাই রাত, দিন ও রাতগুলোয়

পড়ে জলের ছায়া।

আমি দূর কোনো অপরিচিতাকে খুঁজছিলাম আর আয়নার ভেতরে

নতুন কোনো পথ পেয়ে যাচ্ছি; আমি পড়ে ফেলছি মৃত পাতা

গানের ভাষার মধ্য দিয়ে পথ চলে গেছে, পথের পাশে

পড়ে জিপসীদের তাঁবু। মলয়চন্দন তোমাকে ডেকে যাই

এইসব দিনগুলোর পাশে দরজা খুলে যায় হওয়ায়।

মন্তব্য: