সুদেব চক্রবর্তী – এর কবিতা

Share on facebook
Share on twitter
Share on linkedin

অনেক সাধ ছিল

ছেলেবেলায় একবার বৃষ্টি নেমেছিল

আম কুড়ানো মেয়েটাকে ভিজিয়েছিল সব্যসাচীর মতো

সেই দৃশ্যে সাধ হয়েছিল মেঘ হওয়ার

        পারিনি বলে ঝরে পড়া হয়নি পতনসুখে।

ছেলেবেলায় একবার কাকতাড়–য়াকে ভূত ভেবে চমকে উঠেছিলাম

সেই থেকে সাধ ছিল জোছনা হওয়ার

যেন এভাবে ভয় না পায় পাশের বাড়ির চতুর্দশী প্রাণ

জোছনা হতে পারিনি বলে অন্ধকার হয়েই পুষ্পবতীর 

                উদাসীন চোখে পড়ে থাকা।

এমন অনেক সাধ নিরবে গেছে ডুবে প্রাত্যহিক নোনতা জলে

কখনো পরখ করা হয়নি- কারো বুকের ভাঁজে লুকিয়ে রাখা রুমালের গন্ধ।

মন্তব্য: