তুষার প্রসূন – এর কবিতা

Share on facebook
Share on twitter
Share on linkedin

ঘুম

বিনা প্ররোচনায় ছড়িয়ে দাও মায়া

বিনা দ্বিধায় চলে আসে চিন্তাভাবনা

সমগ্র আকাশজুড়ে তোমাকেই খুঁজি

ঘুমের সূচিপত্রে স্বপ্ন খুঁজে পাই না।

দূর্বাখামার

ঘুমপক্ষের স্বপ্ন নিয়ে চলেছি দগ্ধ পরিব্রাজক 

ছায়াপথ জুড়ে ছড়িয়ে দিয়েছি অজস্র মনস্তাপ

ফিরে এসে জগৎ জুড়ে গড়েছি দূর্বাখামার 

এই হলো আমার অতিজাগতিক বন্ধুবাসর।

জখম

রক্ত আর যুদ্ধ যুদ্ধ খেলায় বুদ হয়ে থাকি

এর মাঝে ভেসে যায় জীন ও জীবন

সময় কুড়িয়ে পেয়েছি বাতাসের দামে  

মৃতদেহে লিখে চলি জীবনের প্রহসন।

পূর্বজন্ম

জন্মের আগে আমি ঈশ্বর ছিলাম

এইপারে হয়ে আছি রঙিন বুদবুদ

শূন্যের নেশা আমার আগেও ছিল

সেখানে গিয়ে দেখি অনন্ত বিভেদ।

জলপাড়ে

দেহজুড়ে ছড়িয়ে গেছে অনাদিকালের চিন্তাভাবনারা

ম্যাজিক লণ্ঠন জ্বেলে জলপাড়ে বসে আছে বৃদ্ধ নাবিক

বেলা শেষে ভেসে যাওয়া ঢেউ তাঁর কপালে জমেছে

হৃৎকম্পনের স্বরলিপি লিখে চলে গেছে বেনামী পথিক।

মন্তব্য: