অঙ্কুর আকাশ

Share on facebook
Share on twitter
Share on linkedin

আবেগ

ঝড় হাওয়ায় ক্ষতবিক্ষত পাখির দেহ, 

গল্পের মধ্যে বাঁচার এক নগ্ন স্বপ্ন। 

কবিতার ছন্দ যেন বিষাদ সিন্ধু,

ইন্দুবালার মতো উজ্জ্বল এক আধারের আলো। 

আমি সেই পাখি, 

যে ডানা মেলতে গিয়ে হারিয়েছি উড়ার স্বপ্ন। 

আমি সেই সূর, 

যে কখনই মানুষের চাহিদা মতো দিতে পারে নি উত্তাপ।

আমি সেই দুরভাগা, 

যে কখনই পারিনি আকাশে ফুটে ওঠা নক্ষত্র দুইদের আপন করে নিতে।

আমি ভালোবাসি, 

আকাশের বিশালতাকে।

আমি প্রেম করি আমার সাথে,

আমি বাঁচি অনুর সাথে ।

আকাশের সন্তান

আকাশের চিঠি এলো গতরাতে,

রজনীর পল্লীতে যাদের জন্ম হয়

তারা আকাশের সন্তান।

যে মানবী হয়ে উঠে রাতের গভীরে রাত

সুগন্ধি বিছানায় যৌবন বিলিয়ে-

যারা পৃথিবীকে উল্লাসে মাতিয়ে আলো দেখায় নতুন কোনো ফুল- 

সে ফুল মূলত আকাশের সন্তান।

অসীম আকাশ যখন তাদের মাথায়

ছাতা হয়ে ওঠে- তখন অভিধানে কারা লেখে ফুলেরা জারজ!

পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত তাদের মায়ের দখলে..

ওদেরকে বলতে পারো বিশুদ্ধ ইরেজার

যারা তোমার বোনকে বাঁচাতে

রোজ আগন্তুকের হাতে বিকিয়ে দেয় প্রথম রিপু।

শিশ্নের উন্মাদনা সে মনে রাখে না

সে কেবল তাকিয়ে থাকে আকাশের দিকে

কারণ সব পথ বন্ধ হয়ে গেলেও

আকাশটা ওদের মাথার উপর থেকে সরে যায় না…

মন্তব্য: