শামীম হোসেন – এর কবিতা

Share on facebook
Share on twitter
Share on linkedin

চরকিপথ

চরকির মতো ঘুরে ঘুরে উপরে উঠছি

উপর মানে সিঁড়ি ঘোরানো চিলতে ছাদ

উপরে তার জেগে আছে একাকিনী চাঁদ;

জোছনার বন্যায় কেটে গেছে প্লাবনের মেঘ।

বহুদূর সবুজ মাঠ- তারো দূর রেলগাড়ি পথ

সেই পথে পড়ে আছে ধুলোমাখা দিন…

চরকির মতো ঘুরে ঘুরে নিচে নামছি

নিচে মানে একাকিনী চাঁদ দেখে-

সিঁড়ি ঘোরানো পথে নামছে দু’পা

সঙ্গে তার পায়ের আওয়াজ…

খুব কাছে বিলবোর্ড- তারো কাছে বহুতল ছাদ

সেই ছাদে জেগে থাকে একাকিনী চাঁদ…

চিতাকাঠ ছাই হয়

আমাকে পোড়াবে তুমি জলহী পতঙ্গহৃদয়

হাওয়ার ঘুর্ণিতে আমি পেতে রাখি ফাঁদ

আর কানে গুঁজে রাখি সমূহবিনাশ

শুধু শুধু পোড়াতে এসে নিজে হে ছাই!

দহনে দাহ হয়ে কেঁপে ওঠে ঠোঁট

স্মৃতির রুমাল থেকে সুতা ছিঁড়ে

এই অবারিত সবুজ প্রান্তরে কেন

সাজালে তুমি চন্দনের চিতাকাঠ?

মনে রেখো ও জলহীনা পতঙ্গহৃদয়

ফিনিক্স স্বভাবে আমি বারবার-

পোড়াতে থাকি নিজেরই হৃদয়

চিতাকাঠ ছাই হয়; পড়ে থাকে শুধু সংশয়।

মন্তব্য: