রোকেয়া খাতুন – এর ছড়া

Share on facebook
Share on twitter
Share on linkedin

ইচ্ছে ফুল

ইচ্ছে করে তোমায় নিয়ে

        মেলে দেবো ডানা,

অচেনাকে চিনে নেবো

        মানবো নাতো মানা।

শাদা মেঘের মেঘের ভেলায় চড়ে

        দেখবো আকাশ ছুঁয়ে,

সরোবরে করবো কেলি

        হংস মিথুন হয়ে।

সর্ষে ফুলের হলুদ মেঘে

        যাবো পরীর দেশে,

ভালোবাসার মালা গেঁথে

        ফিরবো বেলা শেষে।

খেলবো দিনে লুকোচুরি

        বনের আড়ালে,

হারিয়ে যাবো রাতের বেলা

        জোছনা ছড়ালে

সাজিয়ে দেবো জীবন তরী

        সদ্য ফোটা ফুলে,

সাগর জলে দুলবো দুজন

        প্রেমের বাদাম তুলে।

থাকবে কতো মান অভিমান

        তোমার আমার মাঝে,

অনুরাগে মন রাঙাবো

        নিত্য নতুন সাজে।

কিন্তু আমার কুসুমবাগে

        পাইনা তোমার দেখা,

ইচ্ছে ফুলের মালা গেঁথে

        ছিঁড়ে ফেলি একা।

মন্তব্য: