বিকাশ মজুমদার – এর ছড়া

Share on facebook
Share on twitter
Share on linkedin

একটি ছাগল

ছাগল, একটি নিরীহ ছাগল

অলিগলি রাজপথে রাতদিন একাধারে

ম্যা ম্যা হাঁক পাড়ে   আবোল তাবোল!

গোভাগাড়ে ঘাস খায় লতা

কেবল দোষের মধ্যে ম্যা ম্যা কথা।

হাঁক ছেড়ে করে গান

দৃঢ় তার পুতঃপ্রাণ

অবিরত সোজাপথ হাঁটে

ঘোলাজলে মাছ হয়     যায় না সে ঘাটে।

মালিকের একনিষ্ট কসাই ব্যাটা

তালিকায় লেখে নাম ছাগল ঠ্যাটা।

কারও ক্ষেত খায় না

শিং দিয়ে ঢুঁস মারা

স্বভাবে মানায় না।

এমনই নিরীহ সে শান্ত ছাগল

পশুপৃথিবীতে তারে     কে বলে পাগল?

অথচ

দুর্মতি কসাইয়ের ছেলে

ভোলে না সে ম্যা ম্যা ডাকে

সকল পশুই যদি বড় বলে 

মেনে নেয় ছাগলটাকে!

একদিন অন্ধরাতে

মালিকের ইশারাতে     ছুরি হয় শান

বদমাশ ছাগলের

ভীমরতি পাগলের     জান কোরবান!

অবশেষে সেইদিন 

কোন এক জলসার পথে

ছাগলটা হাঁকছিল     আপনার মতে।

অকস্মাৎ পশুপাখি     দেখে বিস্ময়ে

মালিকবিহীন সেই     নিরীহ ছাগল

মালিকের নামে হলো     মহান কোতল।

মন্তব্য: