রিঙকু অনিমিখ- এর কবিতা

Share on facebook
Share on twitter
Share on linkedin

নিজস্ব প্রতিবেদন ১০

যাকে সাষ্ঠাঙ্গ দিয়ে মনে রাখি

তাকে করি ভুলে থাকার অভিনয়

আমি কি আর দক্ষ অত

লোকের চোখে ধূলো দিয়ে 

পালিয়ে বেড়াবো?

সুশোভিত ফুলের স্তবক হাতে

পেরিয়ে যাবো অনাগত কাল?

অ্যামেচার চোখ শুধু জানে

নোনতা জলের থেকে

কিভাবে নিজেকে লুকিয়ে রাখতে হয়;

সে কথা বলতে বারণ-

কেউ যদি ভুল করে বলে তার নাম

মুখে তাচ্ছিল্য, অন্তরে হাজার প্রণাম

নিজস্ব প্রতিবেদন- ১১

বিশ্বাস করুন, আক্ষরিক অর্থেই

পায়ের নিচে মাটি নেই আমার

আছে চটি, জুতার শুকতলি আর

বড়জোর খালি পায়ে টাইল্সের মসৃণ মেঝে

মূলত, শূন্যে ঝুলে আছি

শূন্যতার আবাসন প্রকল্পে

পোড়ামাটির বাক্সে ভরে বিক্রি হচ্ছে আকাশ;Ñ

এইসব বিপণন ব্যবস্থায় ‘মাটি ও নোট’ দুটোতেই

মহান ব্যর্থ আমি ঝুলে আছি শূন্যে

মাটিই ভূতল, এই ভেবে 

খালি পায়ে হাঁটি

দেখি, পায়ের নিচে মাটি নেই আমার;

মদ খেয়ে নয়, প্রকৃত অর্থে

একটি মাতাল ভূমিকম্পের 

অপেক্ষা করছি এখন

মন্তব্য: