রবু শেঠ- এর কবিতা

Share on facebook
Share on twitter
Share on linkedin

আর কোনো কথা নেই 

বাতাসের সাথে আর কোনো কথা নেই

গাছের পাতা ঝরে গেলে যাবে।

কলতান থেমে গেলে

সাঁঝবেলার প্রদীপ নিভে গেলে

আমি তো দায়ী নই।

রাত গভীরে শাঁ শাঁ শব্দ তুলে

পালানো ঘাতক ট্রাক থামাবার 

সাধ্যি নেই, সেই মূলত আমি-

কীসব চাষ করে যাচ্ছিলাম 

উর্বর ভ‚মিতে আগাছা

দলিলে লেখা প্যাঁচানো প্যাঁচানো

অক্ষরের মতো উচ্চারিত কিছু ঠোঁট

আমতা আমতা করে বুঝিয়ে দিলো

সরিষার ক্ষেতে চাষ করেছো তুমি ভূত!

আর কোন কথা নেই 

আর কোনো মাথা ব্যাথা নেই

রচিত মেঘ ঝরে গেছে তাই

বৃষ্টির প্রশান্তিতে আমি আমাকেই বলি, চলো গো ঘুমাই!

মন্তব্য: