সমতোষ রায়- এর কবিতা

Share on facebook
Share on twitter
Share on linkedin

বিচ্ছেদ

আগুনে জল পোড়াবো কিংবা জলে আগুন ভাসাবো

ইরাদা এমনই ছিল, যা জ্বলতে জ্বলতে ছাই হয়ে গেছে।

সময়গুলি ঝুলছে,

ঝুলুক রোদ আঙিনায় ব্যর্থতা সেঁটে।

তুই

তাবিজ বানিয়ে পরে নে গলায় তাবৎ সবুজ অরণ্য

আমি

দু’চোখে পটি বেঁধে নেবো যাতে বিবর্ণতা দৃষ্টিগোচর না হয়।

মন্তব্য: