সজল আহমেদ- এর কবিতা

Share on facebook
Share on twitter
Share on linkedin

মিথ্যুক ফসিল

জানি গোলাপী রঙের পকেটে ভরা 

রাতের মিছিল;

সবই মিথ্যে শ্লোগান, সবই জলের মায়া।

ফিরে আসা তোমার কাছে নতুন কিছু নয়

একটা নাম না জানা রাস্তায় বসে অপেক্ষা।

শূন্যে উডিয়ে দিই, বলতে না পারা কথার খই

বহুবছর পর তোমার ছাদে ফানুসের ফসিল হয়ে

ফিরে আসবে নরম রোদ হয়ে।

আর; আমার পায়ে হাঁটা পথ 

তখন পালিয়ে যাবে জলপরীর জল হয়ে। 

চোখের জলে পৃথিবীতে কখনো বৃষ্টি হয় না

মোমের আলোয় কখনো জ্যোৎ¯œা হয় না

তবু পিছন থেকে তুমি কাঁধে হাত রাখলে

মৃত মায়ের শেষ মমতা আমি ফিরে পাই।

তখন মনে হয় দর্পণ বড় মিথ্যুক

জলের জলের ভিতর জলের শব্দে কেঁপে ওঠা

মোমের আলোর ছবি

কেন সে এঁকে যায়?

মন্তব্য: