শহীদুল্লাহ সিরাজী – এর কবিতা

Share on facebook
Share on twitter
Share on linkedin

বিভা, ছুঁয়ে দেখো  

টুকরো তুষার চোখের গ্রন্থিতে উড়ে বসলো। নাড়ি-ছেঁড়া কুঁয়াশায়

প্লাবিত দেহরাজ্য, মনের মধ্যে মহাযুদ্ধের উষ্ণতা

নোনা জলে ভিজে আছে নেত্রের কর্নিয়া; বোধের সর্বত্র ত্রিভূজ অন্ধকারে-

অনুরাগের বিদ্রোহে  হিম ভেঙে আসে যন্ত্রণা প্লাবণে

অগ্নিভোরে তার এসেছিল অপ্সরি নারীর যোজন কষ্টের পান্ডুলিপি

বিছানায় শীতার্ত মেঘ। কামকূপে অমিল পোট্রেট সাইক্লোন

শরীরী উচ্ছ¡াস এঁকে চামেলীর এ্যাঞ্জেলিক নিউটার্ন প্রফাইল

ভ্রমণের অবসাদ গ্রহে একাকি কত মেঘের কান্নায় ভিজিয়েছি সময়।

প্রসন্ন পায়ে ফিরে যাও পাখি আপন ঈন্দ্রনীলে

বেদনার্ত গ্রন্থিতে না ফোঁটাও ফুলের ঘ্রাণ

ভালোবাসা ভ্রুণে তুষার দাড়িয়ে নবগঙ্গার ঢেউ গুনে গুনে

কাটায় একাকী প্রহর দীর্ঘশ্বাস প্রাণে

বিভা- বসন্ত কূপে উদাস যুবক

জলের উচ্ছ্বাসে বায়বীয় সৌন্দর্য সুরে- ছুঁয়ে দেখো এখনো সতেজ।

মন্তব্য: