অনিল দে মণি- এর কবিতা

Share on facebook
Share on twitter
Share on linkedin

অবিভাজ্য মৃত্যুর ঘ্রাণ

সংজ্ঞাহীন জীবন-কোটরে অবিভাজ্য মৃত্যুর ঘ্রাণ

গনতন্ত্রের খোলসে রাজতন্ত্রের খেলা

              পতনছন্দের মহোৎসবে রক্তের আল্পনা

অনিবার্য মৃত্যুর হাতছানি চারদিক…

নৈঃশব্দ্য হত্যার কালবেলায় কালো ধোঁয়া, অবরুদ্ধ সভ্যতা

              আমাদের রাজপথে বারুদের গন্ধ; লাশের হোলিখেলা

শক্তির পারদে প্রতিবিম্বিত জীবনের ছবি- বারবার…

অদৃশ্য আনন্দে পুলকিত হয় না আর বিজয়ের আনন্দোৎসব

স্মৃতিময় ক্ষণগুলো শুধুই ইতিহাস

      মৃত্যুর বিষাক্ততায় সভ্যশরীরে খুঁজি প্রদীপ্ত ঠিকানা।

মন্তব্য: