বীরেন মুখার্জী – এর কবিতা

Share on facebook
Share on twitter
Share on linkedin

শিল্প-চুম্বন

প্রথাগত রাত্রি যাপনের পর স্মৃতি হন্তারক দিন উঠে এলে

বরফকুচি ভোরের জানালায় লুকিয়েছি ভ্রমণচিহ্ন 

শব্দের মৌনাস্ত্র জমা দিয়েছি পত্রগুঞ্জনে;

তবু শিল্প সন্ধানে আহত দেখি দিনের কঙ্কাল  

সম্ভ্রম হারানো সম্প্রীতি থেকে তুলে নিচ্ছে বোধ

আর মহাশূন্য থেকে ছুটে আসা 

গতিময় আলোকট্রেন!

শিল্প সহযাত্রী, কুয়াশা ভেলায় অতিক্রম করে দীর্ঘপথ

সবুজ মন, পাতার লাবণ্য ছুঁয়ে ইট-সুরকির গুপ্তবৃন্দাবন

কখনো সংবৃত সময়ের ডানায় অলৌকিক উড্ডয়ন

আলপিনবিদ্ধ তালুতে মোহের ভগ্নাংশ নিয়ে

পার হয় উড়ন্ত জেব্রাক্রসিং

দেখি, বুক এক রুগ্ননদী, চারিপাশে ধোঁয়াশা ভীষণ!

আমি কুয়াশা অনুবাদ করি, তুলে রাখি শিল্প-চুম্বন 

কেননা ওষ্ঠাধারেও সুপ্ত দেখি স্পর্শের বহুবর্ণ ক্ষত!

মন্তব্য: