জাহাঙ্গীর খান – এর কবিতা

Share on facebook
Share on twitter
Share on linkedin

সিদ্ধি

প্রায়ই মেঘ ঘোরে ফেরে , হঠাৎ করে আসে ঝড়

ঝড়-ঝাপ্টা প্রায়ই লাগে, হঠাৎ করে ভাঙে ঘর

প্রায়ই ঘাড়ে বাঁদর চাপে, হঠাৎ ওঠে প্রাণের পর

প্রায়ই বুলি ফোটে ঠোটে, হঠাৎ ভেবে কাঁপে অধর।

উঁকিঝুকি প্রায়ই চলে, মাঝে মধ্যে বাড়াবাড়ি

কানাঘুষা প্রায়ই হয়, হঠাৎ হাটে ভাঙে হাঁড়ি

প্রায়ই আকাশ নীল দেখা যায়, মাঝে মধ্যে রঙ খেলা

হরহামেশাই ভীড়-ভাট্টা, হঠাৎ জমে প্রাণের মেলা।

প্রায়ই গাঙে জোয়ার আসে, হঠাৎ করে ভাসে পাড়

প্রায়ই ডাক শোনে কানে, হঠাৎ দড়ি ছেড়ে ষাড়

প্রায়ই প্রাণে বাজে বাঁশি, হঠাৎ ভাঙে কারাগার

প্রায়ই প্রদীপ জ্বলে ঘরে, হঠাৎ খোলে জ্যোতির দ্বার।

প্রায়ই বউ ঘরে থাকে, হঠাৎ রাতে ঝাড়ে যায়

প্রায়ই বুড়ো ঘোড়ায় চড়ে, হঠাৎ ছিট্কে পড়ে যায়

প্রায়ই ফড়িং তিড়িং বিড়িং, হঠাৎ বালক লাগে পাছে 

প্রায়ই বিড়াল দুধে মাছে, হঠাৎ একদিন উঠে গাছে।

প্রায়ই ফল থাকে মগডালে, হঠাৎ রাতে হাতের কাছে

প্রায়ই চাঁদ দূর আকাশে, হঠাৎ একদিন জলে ভাসে 

প্রায়ই ইঁদুর গর্তে ঢোকে, হঠাৎ  একদিন কলে ফাঁসে।

প্রায়ই মেঘ ধূসর কালো, হঠাৎ হয় অগ্নিবরণ

প্রায়ই ধুলায় গড়াগড়ি, হঠাৎ মেলে অভয় চরণ

প্রায়ই মেয়ে গাঙপাড়ে যায়, হঠাৎ ওঠে নাঙের নায়

প্রায়ই রাতে হাতায় সাধু, হঠাৎ হাতে মানিক পায়।

মন্তব্য: