নির্মলেন্দু পোদ্দার- এর কবিতা

Share on facebook
Share on twitter
Share on linkedin

স্বপ্ন ভঙ্গ স্বাধীনতার 

স্বাধীনতার পতাকা শোভিত গাড়ীর ভেতরে 

পাপাত্মা সরীসৃপ, লেবাসের আড়ালে ক্যান্সার

পচা ত্বকে দুর্গন্ধ ডাকে, রাসায়নিক বিক্রিয়ায়

সদ্য ফোঁটা গোলাপের বিলম্বিত সুবাস…

অপমানে লজ্জায় গোলাপ-রজনীগন্ধারা

মধুকোষে নিরবে জমায় সঙ্গমের বিষ

রাজকীয় সম্মানে দ্বিধা বিভক্ত রাজপথ 

ত্রিশ লক্ষ অশরীরি প্রতিবাদী কণ্ঠস্বর 

গুমড়ে কাঁদে তোমাদের আনন্দ মিছিলে… 

প্রতিধ্বনিত দু’লক্ষ মা-বোনের চাপা আর্তনাদ  

বধির বালিকার উত্থিত তর্জনী- এই সেই পশু

যুবতী বোনের শরীরে মাতাল পৈশাচিক উল্লাসে…

বধ্য ভূমিতে করোটিরা বিপ¬বী শ্লোগানে মুখর 

নর্দমার কিট কৌশলে পূণ্যভূমির সবুজ চত্বরে 

শ্রমিকের ঘামার্জনে সঞ্চয়- রক্ত কণিকা 

জ্বালানী যৌগে শ্বাস কষ্টে মার্সিডিস

কঙ্কালের পাহাড় ডিঙ্গিয়ে স্যালুট নন্দনে… 

স্বাধীনতার চিত্রপটে আগামীর কলঙ্ক স্বাক্ষরে 

আইয়ুবের ঔরসজাত নপুংসক বিজাতের দল 

মৈথুনের বিষে শুকর ছানা, আঁতুরে নিরব দুষণ

বিবেকের জানালা খুলে আজ প্রত্যাশায় বাঙালী

হায়েনার বিষাক্ত নখের থাবাহীন মানচিত্র…

মন্তব্য: