অরবিন্দ চক্রবর্তী- এর কবিতা

Share on facebook
Share on twitter
Share on linkedin

মেয়েবন্ধু বলল

মেয়েবন্ধু বলল, জেব্রাক্রসিং পেরোনোর মুহূর্তেই

বাসটি অন্ধ হয়ে যায়।

আমি পাড়াতো সূর্যের ইয়ার্কি বুঝি

তাই তর্কে না যেয়ে বালিশবউদির হার্টবিট

মাপতে প্রস্তুতি নিই।

প্লিজ ফুলিবু’ আমাকে আগুন না দিয়ে

ব্যবহারবিধি জানতে চাইবেন না।

৫৬ কোটি গিগাবাইট সমুদ্র পুড়িয়ে

আমি পাহাড় তৈরির নিয়োগপত্র পেয়েছি।

যারা ফুটবলম্যাচ খেলতে চান, দাবাড়– হওয়ারও

সৎসাহস রাখতে পারেন

তবে নদী নিয়ে ঢেউ নাচাতে 

সানাই বাজাবেননা।

আমি চোখে তাকালে বুঝি অথই স¦প্নবাহি 

গাড়িটি কতটা পথ এগোলে

বুলডোজার হয়ে যেতে পারে।

এরচে’ চলুন হাতির পাঁচ পা গুনে

আমার যত তুমি সমৃদ্ধ আমিত্ব-জাহাজ ডুবিয়ে দিই। 

মন্তব্য: