চামেলি বসু- এর কবিতা

Share on facebook
Share on twitter
Share on linkedin

তোমারি জন্যে তবু তোমাকে নয়

তোমাকে তুমি বলতেই

স্বপ্ন বাড়ালো হাত;

পূবের আলোর মতো প্রলোভন

মন্দ বরাত।

এতটুকুই তো প্রেম চেয়েছি

তোমার ঘড়ার জলে তৃষ্ণা মেটাতে গিয়ে

কোন তৃষিতার ওষ্ঠে হয়েছে নিঃশেষ

তুমিও তেমনি-

শূণ্য ঘড়াটিকে কোনদিন জলের মহিমা বোঝাওনি।

তোমার ঠোঁটের কোণেই কেবল জমিয়েছো

আমার উন্মাদনা

ভাবছি নিশ্চুপ মূর্তি কীভাবে জোগায়

এতোটা প্রেরণা ।

তোমার সারাৎসার নিয়ে

আজন্ম বহেমিয়ান এই মন-

দাঁড়াল  তোমার বয়সী  গভীর চোখে চেয়ে

আমার উদ্ভ্রান্ত মরণ।

তুমি বর সাজলে কেমন লাগবে

দেখতে ইচ্ছে করছে

গাট-ছড়া বাধলে মনের কোন সুতায় লাগে টান

খুব দেখতে ইচ্ছে করছে।

বললে তুমি- এ বৈশাখে কী চাই তোমার?

আমি বললাম- চাইনা কিছুই-

শুধু ওই দুটি হাতে আঁচল ধরে থাকো

অনন্তকাল।

মন্তব্য: