নিষাদ নয়ন- এর কবিতা

Share on facebook
Share on twitter
Share on linkedin

স্বপ্নক্রমের স্মৃতি

মুছে ফেলে ইরেজার জমাকথার যাপিত জীবন

সাময়িক স্মৃতিসত্তার মত বেদনার ক্ষত

এখনো নেই কোন অনুলিপি কিংবা স্মৃতির জেরক্স

পুনরুদ্ধার দাবি শুধু মস্তিষ্কের অবচেতন সত্তার কাছে

স্বপ্নের নিজস্ব রঙ নেই তবু আঁকা হয় প্রতিচিত্র

রঙের নিত্যনতুন মিথষ্ক্রিয়া হয়ে ওঠে ভাষাচিত্রের ফুল

অথবা অসমাপ্ত স্মৃতি কবিতার পান্ডুলিপি

দুঃস্বপ্ন হয়ে যায় বিমূর্ত চারু-কাব্যকলার আশ্রয়

স্মৃতির আগুনে পুড়িয়ে বিশুদ্ধ স্মৃতি

সোনার খনি হয়ে ওঠো দু’শ ছয় হাড়ের মহল

কতপথ পাড়ি দিয়ে মহাজাগতিক অভিযাত্রা

যযাতির স্বপ্ন নিয়ে ফেরি করব স্বপ্ন প্রজন্মের ক্রম…

দোনামনা পাখি

পাখি আর ভালবাসেনা শাখা-প্রশাখা

গাছের ডাল অথবা কোটরের নীড়

সেও চায় দালানঘর, নিরাপদ আশ্রয়

ঝড় নয় আজ রোদকেই বেশী ভয়

সে ভুলে গেছে বাসা নির্মাণের কলাকৌশল   

মানুষের সঙ্গ পেয়ে ভুলে যায়

চেনাপাখির সঙ্গমেলা

মন্তব্য: