শহরের বৃষ্টি ও শিল্পকলার নাচ

Share on facebook
Share on twitter
Share on linkedin

অরবিন্দ চক্রবর্তী

স্বপ্নবিভাগের ঘুম, পরামর্শ দিয়েছে কে মাথায় মেঘ ঘষলেই সুস্থ থাকা যায়?

যে জানে না সুস্থতা এক উত্তরা ব্যাংকের পাশ ঘেষে ঘণ্টি বাজিয়ে উধাও হওয়া

খোসপাচরা ও অচ্ছুতমার্গের ছোঁয়াচের নাম।

তাকে আজ মাথায় তুলে দেবো আসছে দিনের রোদ-হিংসুটে হলে কী এসে যায়

বরং তুই আজ ভোম্বলের পায়ে নাচ।

দ্যাখ জন্মের পরে পথ কত নদী দেখেছে-অথচ সমুদ্র শোনেনি রিকশার টুং-টাং

এবার যদি কেঁদেই ফেলিস বলব, শহরে শিল্পকলার বৃষ্টিরা তুখোড় নাচছে।

মন্তব্য: