মমতাজ বেগম – এর ছড়াকবিতা

Share on facebook
Share on twitter
Share on linkedin

শীত এল

শীত এল, এল শীত

    খোকা খুকু কাঁপছে,

ভয়ে ভয়ে রবি মামা

            দেরি করে উঠছে।

খেজুরের গাছগুলো

            রসে টইটম্বুর,

হাসি মুখে রবি মামা

            ছুঁড়ে দিল রোদ্দুর।

শীত সে যে ভারী মজা

           মা পিঠে বানাল,

হৈ হৈ, রৈ রৈ

           খোকা খুকু ছুটল।

পরীক্ষা শেষ তাই

           ইসকুল  বন্ধ,

শীতের ও আছে ভাই 

           অপরূপ ছন্দ।

ফুটেছে মল্লিকা

            গাঁদা আর ডালিয়া,

সূর্যমুখী এল ভাই

            একগাল হাসিয়া।

শীতের বুড়ি থুরথুড়ি

          কম্বল গায়,

পড়া রেখে খোকা খুকু

            মামা বাড়ি যায়।

খুন খুনে বুড়ো ঐ

           খুক খুক কাশছে, 

শীত এল, এল শীত

           রবি মামা কাঁপছে।

মন্তব্য: