বৌদির সিঁদুরে এখন ও অন্যান্য

Share on facebook
Share on twitter
Share on linkedin

বৌদির সিঁদুরে এখন

বৌদির সিঁদুরে আছড়ে পড়ে শ্রাবণের ধারা
সিঁদুর ভেজে অঝোর ধারায়…

সিঁদুর ধুয়ে মুছে গেলে বৌদিরা কি বিধবা হয়?

বৌদি না জানুক আমি জানি, শ্রাবণভেজা দুপুর জানে
শ্রাবণধারায় সব ধুয়ে যায়
সিঁদুর ধুয়ে যায়, চোখের কাজল মুছে যায়;
মুছে যায় প্রেতাত্মা সব
নিসর্গের খুব কাছাকাছি যাওয়া যায়
মানুষ হওয়া যায় নৈসর্গিক সিঁদুরহীন বৌদির মতো…


হাইব্রীড কালচার

যদি আমায় একটিবারের জন্য ছুঁয়ে যেতে
তাহলে এ বুকে আর জমাট যন্ত্রনা থাকতো না
থাকতো না এতোটা ব্যবধান
গড়ে উঠতো না সাম্রাজ্যের প্রাচীর
ভাঙতো না হৃদয়
মৃত্যু হতো না গভীর প্রেম আর বিশ্বাসের

যদি আমায় একটিবার ছুঁয়ে যেতে
তোমাকে উপহার দিতাম সহস্র গোলাপ
একটু হাসিতে আমি বারবার যুবক হয়ে উঠতাম
তোমার নীল আঁচলে গেঁথে দিতাম সাদা বকের পালক

যদি আবার দু’জন পাখি হয়ে জন্মাই, দোষের কি?
একটু ওম্ পেতে না হয় ডানায় ডানা মেললে!

অবশেষে, আমাকে সত্যি সত্যি ছুঁয়ে দিলে
তোমাকে দিতে পারি না কিছুই, দ্রব্যমূল্যের উর্দ্ধগতির বাজারে
গোলাপের বাগানে এখন হাইব্রীড কালচার;
যুবকের পরিবর্তে আমি যেন ক্রমশঃ বৃদ্ধ হয়ে উঠছি;
আমাকে না ছুঁলেই ভালো হতো, সাম্রাজ্যবাদের এই হাইব্রীড কালচারে…

মন্তব্য: