জীবন-সায়াহ্নে তরুণী মন

Share on facebook
Share on twitter
Share on linkedin

জীবন-সায়াহ্নে তরুণী মন

মাঝে মাঝে নিজেকে প্রশ্ন করি- কে আমি। কেনইবা এখানে এলাম
আকাশের শূন্যতা আমাকে ভাসায়। বাতাস স্পর্শ করে এই বুক

নদীর নির্জনতায় এই আমি উদাস গাঙচিল। সবুজ মাঠে চোখ রেখে
তনুমন আলপথ ভেঙে ছুটে যেতে চায় শ্যামলিমায়। নিষ্পলক তাকিয়ে
থাকি দূর দিগন্তে…

নির্জন অরণ্য আমাকে টানে। একা একা খুঁজে ফিরি অচেনা গন্তব্য
জীবন-সায়াহ্নে এসে তরুণী মন হেঁটে যায় রোজ
দূর-বহুদূরে…

মন্তব্য: