পরিতোষ হালদার's articles

  1. কবিতা
  2. বর্ষ ২ | সংখ্যা ৫ |  সেপ্টেম্বর, ২০১৩
পরিতোষ  হালদার ও নিদ্রতারা এবার ঘুমকল্যাণ গাও…. হারখাতায় জমা খরচের গড়মিল পাঁচের ভেতর ছয়ের হিসাব মেলে না মোকাম ধসে যায়…. চুরাশির কোপে পড়ে বেহার বেপারী চতুর মুরাধারে বাজে রাগ কামেশ্বর আমিনের জরিপে যে ফলাফর আসে তার নাম কলঙ্ক যাত্র শুরু হোক- কলঙ্ক হোক শেষ আশ্রয় তারপর মৃত্দিকায় সন্ধাপাতারা ঝরুক             টুপ-টাপ…         […]
  1. কবিতা
  2. বর্ষ ৬ | সংখ্যা ৭ | ফেব্রুয়ারি, ২০১৮
ঘুম ঘুমের ভেতর ছায়া, ইহস্রোতের মতো পরিযায়ী। মোহ আসে, উড়ে যায় নির্বানরঙ। যে পাতা হেমন্তে দোলে তার অরণ্য লেগে থাকে বাতাসের গায়। শীতের যোগফল তাই ঘুঙুর বাজানো প্রচ্ছদ। নাচ ভেঙ্গে এসো, ছড়াভর্তি স্কুলে এসো… অন্তর্ধান পর্বে দ্বৈত ছিল, যারা নক্ষত্রের ডানায় এঁকে দিতো মাস-আঠারো শষ্যের দম্পতিদানা। তারাও যাবে, তুমি দৃশ্য খুলে দিও; দেখ অন্ধকার কতো […]
  1. কবিতা
  2. বর্ষ ১ | সংখ্যা ১ | ফাল্গুন, ১৪১৮
নাম মহাশূন্যে বীজ বুনেছি শূন্য ফলের বীজফল ফুটলে দাদা আমারশুন্য করিস নিজ একটি আকাশ তোর দুহাতে আরটি না কি বুককে বলেছে আমার বুকেআজন তোর সুখ আমার বুকে আমার বসত আমার বাড়ি ঘরআমার সুখে আমি খাকি- তুই কি আমার পরকে আমি আর কে তুই দাদা ভাবি অহর্ণিশমনুমেক্টে উঠে দাদা নামটি জানান দিস