রোকেয়া খাতুন- এর ছড়া

Share on facebook
Share on twitter
Share on linkedin

বৃক্ষের অবদান

বৃক্ষরাজি বৃদ্ধি করে         মানবসভ্যের মান

অক্সিজেনের জোগান দিয়ে     রাখে অবদান

মাটিক্ষয়ের প্রতিরোধক     উর্বতা দেয়

বায়ু থেকে বিষাক্ত বিষ     শোষণ করে নেয়।

    জলবায়ুর জামিনদাতা        ঘন সবুজ বন

    পশু-পাখির কলরবে        মুগ্ধ করে মন

    শীতল ছায়ায় শান্তি খুঁজি    সকল প্রাণীকুল

    ফলে বাড়ে ত্বকের শোভা    নয়ন কাড়ে ফুল।

রেল-স্টিমার নৌকা জাহাজ    রাবার দিয়াশলাই

নানা রোগের ঔষধি রস    গাছগাছড়াতে পাই

বেপরোয়া বন উজাড়ে        হারিয়ে গেছে ফল

সৃষ্টি করে অনাবৃষ্টি         কোথায় পাব জল?

    আইলা আসে নারগিস আসে     আসে ঘুর্ণিঝড়

    সিডর করে লণ্ডভণ্ড         ভিটা-বাড়ি ঘর

    একটি বৃক্ষ কাটার সাথেই    লাগাই ক’টি গাছ

    স্বার্থ ছাড়া অর্থ দিবে        সুখে করি বাস।

আসুন সবাই সুধিবৃন্দ         দেশ-প্রেমিক ভাই

উৎসাহ আর উদ্দীপনায়     গাছ লাগিয়ে যাই   

করি তাদের পরিচর্যা        গড়ি পরিবেশ

সুস্থ-সবল জাতি দিবে        উন্নয়নশীল দেশ। 

মন্তব্য: