বিকাশ মজুমদার- এর ছড়া

Share on facebook
Share on twitter
Share on linkedin

উত্তম অধম

লাখ ধামা চাল একটা পটল

চামচা নেতা বাজায় বগল।

বার হাত কাঁকুড়ের তের হাত বীচি

খেয়ে ঘুষ হয়ে খুশ করি কিচিমিচি।

মনি ঘুমালো পাড়া জুড়ালো বর্গী এলো দেশে

ছ্যানদা দেখে চান্দা দিবি সেলাম দিবি শেষে।

ঘুম পাড়ানি মাসি পিশি মোদের বাড়ি এসো

কৃষ্ণ আছে কামাচারী সহস্রাক্ষ মেসো।

আগডুম বাগডুম ঘোড়াডুম সাজে

চোর ছ্যাঁচড় আমলা নাচে

নাচতে নাচতে চললো চোরা

চোরার মিতে আমলা ঘোড়া

আমলা ঘোড়ার জুড়িটা

বাড়ি বানায় কুড়িটা।

আয়রে পাখি লেজ ঝোলা 

খোকার সাথে কর খেলা

বাসন্তী বায় দিক দোলা

বাংলাদেশে এই বেলা।

ইলিশ

অন্টি মন্টি ঘন্টি দোল

ভাজা মাছে ইলিশ কোল

মা বেটি তুই গতর তোল

পানি পানতা হাঁড়ি খোল।

বিরহ

ভুর ভুর সুর সুর 

বায়ু বয় ফুর ফুর

কোথা তুই কদ্দুর

ঝুরে আঁখি ঝুর ঝুর

আমি এই নুরপুর

তুই সাত সমুদ্দুর।

মা

ঝিকমিক চিকমিক

খোকা হাসে ফিকফিক

ওরে খোকা ধিকধিক

মায়ে তোর মাঙ্গে ভিখ

বড় হয়ে তুই ঠিক

বুঝে নিবি মা’র দিক। 

মন্তব্য: