বসন্তের গোধূলিবেলায়

Share on facebook
Share on twitter
Share on linkedin

অনিল দে মণি

বসন্তের গোধূলিবেলায় স্বপ্নের জ্যোতিতে বিকশিত

সুদর্শন যুবক- মোহিত করেছে জীবনের পার্থির সুখ

অনুভবের উদ্ভিদ-স্ত্রনে গ্রন্থিত খণ্ডিত চাঁদ

সৃষ্টির চঞ্চল উদ্দীপকে ঠোঁটের হাসিতে মিশে থাকে 

                    একান্ত বাসর।

আবেগ আর নৈকট্যের বন্ধনে শাশ্বত প্রকৃতির নৈবেদ্য

শুক্লা তিথীর প্রজন্মের অধীর অপেক্ষায়

অস্তিত্ব আর ভালবাসায়, ভালবেসে চলেছো অনাগত পথ

অবগাহন করেছো বারবার পূর্ণস্নানে, শঙ্খ দ্বীপে স্বস্তির নিঃশ্বাসে।

আমিত্বকে বাঁচিয়ে রেখো শুভ্রতায়

মানুষ, বৃক্ষ আর জীববৈচিত্র নশ্বরÑ পৃথিবী অবিনশ্বর

জ্ঞান-আলোর জ্যোতিতে অন্তরাত্মায় রোপিত হোক 

ষড়ঋতুর ঐশ্বর্য…

নারী, তুমি হয়ে ওঠো মৃত্তিকার মতো কল্যানময়ী, অনাদিকাল

মা-মাটি-মানুষের জন্য কর্ষিত হোক অন্তর-জমিন

        জ্ঞানদ্বীপ জ্বলে উঠুক অনাগত ভবিষ্যতে…

মন্তব্য: