ঝরা পালকের ঘ্রাণ

Share on facebook
Share on twitter
Share on linkedin

শিকদার ওয়ালিউজ্জামান

ডানা খসা মাকড় কিংবা দলছুট পিঁপড়ার পাশে

পিড়িতে বসি। চোখে ভাসে হাজারো উড়াল। মৃত নদী

শ্রাবনের বেদনাস্রোতে ততটা কাঁদিনি কখনোই-

যতটা হেসে ফেলি জানালায় জেঁকে বসা আলোর উস্কানিতে

নীল নিঃশ্বাস আমার ভাড়াটে কুটুম, বিচ্ছেদ বিরহ স্বজন…

ডানাখসা মাকড়সার পতনে বেদনা কাঁদে, য্যানো-

জীবনানন্দের ঝরা পালক, পিঁপড়ার পায়ে পায়ে চে’র

বিপ্লবী কুজকাওয়াজ!

নিজেকে ভাবি ভ্রান্ত রসিক। ভয়ের দেওয়াল টপকে

ভাঙনের দুঃসাহস কই?

মন্তব্য: