রোকেয়া খাতুন – এর ছড়া

Share on facebook
Share on twitter
Share on linkedin

বাংলা মায়ের রূপ

নদীনালা ঝর্ণা পাহাড় সাগর সুন্দরবন

বিচিত্র এই জন্মভূমি মুগ্ধ করে মন;

সারি সারি বসতবাড়ি ঝিলে খেলে মাছ

লতায় পাতায় লুকোচুরি সুষম ফলে গাছ।

ফুলের হাসি দিবা নিশি গন্ধ ছুঁড়ে দেয়

তারই শোভা মনোলোভা নয়ন কেড়ে নেয়;

উদার মনের মানুষ সবাই হৃদয় কুসুমবাগ

বদনজোড়া চাঁদের ছবি দিলে অনুরাগ।

মাটির কোলে ফসল ফলে সোনার মত ধান

রাখাল বাজায় বাশের বাঁশি হৃদয় ছোঁয়া গান;

মাঝি সুখে নৌকা চালায় হাতে ধরে হাল

ঢেউ এর দোলে ছুটে চলে পলক কাড়ে পাল।

সাঁজের আকাশ হলি খেলে ছড়ায় কালো কেশ

সাগর জলে সূর্য ডোবে উপভোগে বেশ;

শিয়াল হাকে ঝি ঝি ডাকে আসে ঘুমের ঘোর

হাওয়ায় মেলে হাজার দাওয়া নিশি হলে ভোর।

শিশির যেনমুক্তো হাসে সবুজ ঘাসের গায়

পশুপাখির কলরবে মাতম লেগে যায়;

ষড়ঋতুর লিলাভূম দৃশ্যে অপরূপ

বিশ্ববাসি দেখে যেও বাংলা মায়ের রূপ।

মন্তব্য: