রোকেয়া খাতুন – এর ছড়া

Share on facebook
Share on twitter
Share on linkedin

ইচ্ছে ফুল 

ইচ্ছে করে তোমায় নিয়ে মেলে দেব ডানা

অচেনাকে চিনে নেবো মানবো নাতো মানা।

শাদা মেঘের ভেলায় চড়ে দেখবো আকাশ ছুঁয়ে

সরোবরে করবো কেলি হংস মিথুন হয়ে।

সর্ষে ফুলের হলুদ মেঘে উড়বো পরীর বেশে

ভালোবাসার ভূবন ঘুরে ফিরবো বেলা শেষে।

খেলবো দিনে লুকোচুরি বনের আড়ালে

হারিয়ে যাবো রাতের বেলা জোছনা ছড়ালে।

সাজিয়ে দেব জীবন তরী সদ্য ফোটা ফুলে

সাগর জলে দুলবো দু’জন প্রেমের বাদাম তুলে।

থাকবে কতো মান-অভিমান তোমার আমার মাঝে

অনুরাগে মন রাঙাবো নিত্য নতুন সাজে।

কী করি হায় বিশ্ব খুঁজি পাইনা তোমার খোঁজ

ইচ্ছে ফুলের মালা গেঁথে ছুঁড়ে ফেলি রোজ।

সম অধিকার

পুরুষ সমাজ করে ফারাজ নারীর অধিকার

রান্না ঘরের প্রতিনিধি ভোগের উপাচার

বুকে পাথর মুখে চাবী আঁখি ভরা লাজ

ছেলে ধারণ লালন-পালন নারীকুলের কাজ।

লেবাসধারী ফতোয়াবাজ করে আইন জারী

পুরুষ নাকি তুলসী ধোয়া ডোররা খারে নারী

সমঝতা সমীকরণ সকল ধর্মের বাণী

ফিকিরবাজি নকল করে টানায় কলুর ঘানী।

যৌতুক দিনার তালাকনামা বন্ধ্যা রোগের দায়

মেয়ে নাকি মায়ের ফসল সুখের অন্তরায়

ধোকা দিয়ে বোকা বানায় করে অনাচার

এসিড ছুঁড়ে ঝলসে মারে হাজার অবিচার।

স্বৈরতন্ত্রের শিকড় তুলে করি প্রতিকার

দেয়াল তুলে দিতে হবে সম অধিকার

নারী দেশের সুখের চাবি আঁধার ঘরের বাতি

নারীকুলের শিক্ষা লাভে বড় হবে জাতি

পুরুষ হবে নায়ের মাঝি হাতে নিবে হাল,

নারী নিবে উজান বাঁকে টেনে ধরে পাল

একে অন্যের পরিপূরক একে অন্যের মান

বিশ্ব মাঝে শীর্ষ কাজে সমান অবদান।

মন্তব্য: