তিনি আজ আসছেন ও অন্যান্য

Share on facebook
Share on twitter
Share on linkedin

তিনি আজ আসছেন

তিনি আজ আসছেন
কতোটুকু অমূল্য ভালোবাসা সঞ্চিত আছেÑ
কোটি প্রাণের অলিতে গলিতে
তার হিসাব না জেনেই তিনি আজ আসছেন।

প্রেম, প্রকৃতি, মান-অভিমান, ব্যস্ততা, সফলতা-
ভালোবাসা, সমালোচনা; সবকিছুকে উপেক্ষা করে
মৃত্যুর সিংহাসনে সমাসীন প্রিয় লেখক আজ আসছেন!

বর্ষা এসে ভিজিয়েছে নুহাশ পল্লী; রাতে কাঁদবে জোছনাও
উদভ্রান্ত এরিনার দৃষ্টিতে কালো ছায়া
লক্ষ লক্ষ কবিতা জন্ম নেবে বলে আতুর ঘরে হাফাচ্ছে কবিকুল।

অমোঘ এক, বেদনার শিলাখন্ড গেঁথে থাকলো বাঙালী মননে
তিনি আসছেন, আর আসবেন না জানাতে…

চোখের পাতা এক করেছি

জুম্মাবারে দাদা মসজিদে গেলেই গাছ থেকে নারিকেল সংগ্রহে আতœহারা হতাম। সে স্মৃতি এখনও বিষাদময়। মহান স্রষ্টা যে বৃক্ষগুলো আমার করে পাঠিয়েছেন, সেগুলো এখন আর আমার নয়। পাতার ফাঁক দিয়ে যে দুষ্টু করমচা আমার দিকে উঁকি মারবে, তাকে স্পর্শ করার অধিকারটুকু হারিয়ে গেছে। এক নিষ্ঠুর চেতনার কাছে হেরে গেল আমার আবাল্য ভালোবাসা-আবেগ!

প্রিয় জন্মভূমি, আমার প্রিয় ভূমিষ্ট ভুমি তোমাকে আমি হারিয়ে ফেলেছি। যার প্রতিটি বালুকণা আজও দুর্লভ হীরের চেয়ে দামি, যার কোলের কচিঘাসে চুমে যাওয়া সাদা ফড়িং এখনও আমায় আপ্লুত করে। মস্তিস্কের অলিতে গলিতে সদা আন্দোলিত যার অবয়ব- সেই তোমাকে, কী ভীষণ ভালোই না বাসি আমি! আজ উত্তপ্ত আগ্নেয়গিরির লাভা হৃৎপিন্ডে ধারণ করে চোখের পাতা এক করলাম, শুধু ক্ষমা করো তোমায় না দেখার অপরাধ

মন্তব্য: