ডিলান থমাস-এর কবিতা

Share on facebook
Share on twitter
Share on linkedin

ডিলান থমাস ১৯১৪ সালে দক্ষিণ ওয়েলসের সোয়ানসি নামক এক সমুদ্র উপকূলবর্তী শহরে জন্মগ্রহণ করেন। সোয়ানসির প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত এলাকায় তার শৈশবকাল অতিবাহিত হয়। পরবর্তীতে চলে যান লন্ডনে। কিছুকাল পরে তিনি আবার ওয়েলসে এসেই নিবাস গড়েন। ওয়েলসের প্রকৃতি তার কবিতায় যথেষ্ট প্রভাব ফেলেছে। জীবন ও জগত সম্পর্কে তার নিজের একটা আলাদা দৃষ্টিভঙ্গি ছিল। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলো হচ্ছে- ঊরমযঃববহ চড়বসং (১৯৩৪), ২৫ চড়বসং (১৯৩৬), ঞযব গধঢ় ড়ভ খড়াব (১৯৩৯), ঘবি চড়বসং (১৯৪৩)। মৃত্যুর এক বছর পরে প্রকাশিত হয় ঈড়ষষবপঃবফ চড়বসং। বিশ শতকের অন্যতম এই ব্রিটিশ কবি ১৯৫৩ সালে লোকান্তরিত হন।

অনুবাদ: দিলারা রিঙকি

স্বপ্ন এবং প্রার্থনা

              কে তুমি

           কে তোমার

        পরবর্তি প্রজন্ম

     আমারই তীব্র চিৎকার মাতৃগর্ভে

   অন্ধকারের ভ্র“ণ খুলে প্রসূত পুত্রসন্তান 

  পাতলা পর্দার পেছনে… সে কি গায়ক পাখির হাড়?

    জন্মের রক্তাপ্লুত আতুরঘর প্রজ্জ্বলনে 

      ফিরে আসে সময়

         হৃদপিণ্ডে মুদ্রিত মানুষ

            নত হয় না ব্যাপ্টিজমে

               অন্ধকার একাই

                 স্বাগত জানায়

                       আ

                       দি

                       ম

                       শিশুটিকে

মন্তব্য: