এস এম কামরুজ্জামান – এর ছড়া

Share on facebook
Share on twitter
Share on linkedin

আট বুদ্ধির ছড়া

চুপি চুপি কাজ করা        অন্তঃব্যক্তিক লক্ষণ

অন্তঃব্যক্তিক তাকেই বলি    যিনি দলে করেণ ভক্ষণ।

ছুঁয়ে দেখা যার ধর্ম        অনুভূতি তার কর্ম

বিজ্ঞ লোকে এমন জনে    শরীরবৃত্তীয় বলে।

কথায় কথায় যুক্তি দেখান    হলেন তিনি গাণিতিক

ঘুরে ঘুরে শেখেন যিনি        বুদ্ধিমত্তায় প্রাকৃতিক।

ছন্দে ছন্দে শেখেন যারা     কথায় বলেন ছন্দ

বলেন তিনি- সঙ্গীত আর ছন্দে    নেই কোন দ্বন্দ্ব। 

দেখে দেখে শেখেন যারা   

দৃষ্টি আর অবস্থানে-        উপকার পান তারা

বাচাল জাতের মানুষ যারা    আমার মত জন

ভাষাবৃত্তিক বুদ্ধিজ্ঞানে         উপকার পান।

মন্তব্য: