একবিংশ শতাব্দিতেও আমরা যেমন আছি

Share on facebook
Share on twitter
Share on linkedin


একবিংশ শতাব্দিতেও আমরা যেমন আছি

প্রগাঢ় দুঃসময়ে
স্বপ্নগুলোর সে কী দুঃসাহসিক এগিয়ে চলা
ইটের পরে ইট হয়ে গড়ে তোলে
এক এক করে
স্মৃতিসৌধ শহীদ মিনার অপরাজেয় বাংলা
স্থাপত্যকলা সব-

জয়োত্তর দেশেও আজ
রাতের ভেতর রাত
দিনের ভেতরেও তাই
নির্লজ্জ অযৌক্তিক রাজনৈতিক বিরোধিতায়
আমাদের চৌহদ্দিতে শুধুই আঁধার
আর আলোহীন জীবন যাপন কেবল।

মন্তব্য: