রাইহানা ইসলাম প্রীতি – এর ছড়া

Share on facebook
Share on twitter
Share on linkedin

মানবতা

মানবতা তুমি কতো অসহায়, কোথায় আছো বলো

তুমি ছাড়া আজ মানবসমাজ অনেক এলোমেলো।

মানুষে মানুষে হানাহানি আজ নিত্যদিনের সঙ্গী

নিষ্পাপ ঐ মুখগুলো দেখো হলো কেমন করে জঙ্গী।

রক্তখেকো মানুষগুলো রক্তের নেশায় মত্ত

অন্ধ হয়েছে ন্যায়বিচার তাই বিলুপ্ত হয়েছে সত্য।

যার চোখের সামনে হাজার মানুষ হচ্ছে কেমন খুন

শান্তির পুরস্কার সেই পেয়েছে তার অনেক নাকি গুণ।

মানবতা তুমি এমন করে অন্ধ হলে কেন?

পৃথিবী আজ বিশৃঙ্খল শান্তি হারিয়েছে যেন।

উগ্রবাদীরা উগ্র হচ্ছে সাধারণকে মারছে পিষে

পৃথিবীর সব মহানায়ক তবু তাদের সাথেই মিশে।

মানবতা তুমি ফিরে এসো সব মানুষের মানুষের মাঝে

তোমায় ছাড়া সব মানুষকে লাগছে কেমন বাজে।

সুখ

অনেক আয়োজন অনেক প্রয়োজন কতোকিছু চাই

এতকিছু আছে তবু কী যেন নাই

সকাল থেকে সন্ধ্যা অবধি খুঁজছে সবাই তাকে

এতকিছু পাই শুধু পাইনা খোঁজে যাকে

কেউবা খোঁজে ক্ষমতার মাঝে কেউবা খোঁজে টাকায়

কেউবা আবার পেতে তাকে অনেক রঙ মাখায়

ছুটছে কেউ অন্য দেশে পেতে তার দেখা

সেখান থেকেও ফিরলো সে কপালে নেই লেখা

শুনছি সে আছে নাকি অট্টালিকার পবে

অট্টালিকায় যারাই থাকে তারাই তাকে ধরে

অট্টালিকায় হলো তারে অনেক করে খোঁজা

কিন্তু সেথায় নেইতো সে এইতো গেল বোঝা

সাগর, নদী, আকাশ পানে খুঁজি তোমার মুখ

অবশেষে ভালোবাসে পেলাম সেথায় সুখ।

মন্তব্য: