গালিব রহমান – এর কবিতা

Share on facebook
Share on twitter
Share on linkedin

স্পর্শকাতর ঢেউ

হারাবার সময় এসে বিলি দেয় সিঁথি

সে পথ বিষণ্ন মনের মুক্তি খোঁজে-

হৃদয়ভাঁজে কোন পাখি চায় বিশুদ্ধ জল?

কেন স্পর্শকাতর ঢেউ মানুষের ভেতর!

অবসন্ন কুয়াশার জড়তা ভেদ করে

আসন্ন জোনাক-আলোয় সচেতন বিলাস

তারপর বাতাসেরা যে কোরাস গায়

সে কোরাসে কারো কারো সন কাঁদে

ইতিহাস

স্বপ্ন পান করে পড়েছিলাম মৃত্তিকায়

সন্তানের কোলে মৃত্যুর অপেক্ষা

সে লাবন্য শুষে নেয় ক্ষমতার সতীন

তারপর যে চারা গজালো বুকের ওপর

তার হাতে নিজস্ব অধিকার

একদিন যে মৃত্যু মুক্তির স্বাদ পেয়েছিলো

সে আজ আহত কথার গুঞ্জনে

প্রতিবেশি কাক লুটে নিল ইতিহাস

মন্তব্য: