বিকাশ মজুমদার- এর কবিতা

Share on facebook
Share on twitter
Share on linkedin

পিতা, আজো বহি তোমার শব

সময় হারিয়ে গেছে এ হাতের কর

গ’লে, আচমকা মরুঝড় হারায় যে

ভাবে; সে ভাবেই তুমি- দুর্দিনের খরতাপ 

নীল কষ্ট সয়ে চলে গেলে যে (!) সে

আমার দহন জ্বালা। দগ্ধিভূত পড়ে

আছি একলা একাকী কায়ার নিগড়ে।

সময় ভুলিয়ে দেয় জাগতিক সব ?

মায়া কাঁধে আজো বহি সে তোমার শব।

তেমাথার কানা বুড়ো, ‘যাই’ বলে তড়ি-

ঘড়ি আজো বুঝি ছুটে যায় ভাটা পাল

কল্কেটা ফিরিয়ে দিয়ে। জলভরা মড়ি-

হুকো ফের ড়ুৎ ড়ুৎ কাতরায়। হাল

জামানার যত কথা সান্ধ্য আসরের

মধ্যমণি ছিলে পিতা, কানে বাজে ফের।

মন্তব্য: