তানজিন তামান্না- এর কবিতা

Share on facebook
Share on twitter
Share on linkedin

বিবর্ণবৃত্ত   

সাতরঙের জীবনে আসলে ছিলনা কোনো রঙ

নষ্টনিয়মের জটিল জালে      

আবর্তিত আকাঙ্খায় বাস্তবিক ব্যস্ততা

সীমাহীন সংকীর্ণতা

সীমাবদ্ধ সুখের বিলাসিতায়

উল্লসিত উৎসব   

    ভাঙন

প্রথম আত্মপ্রকাশের পর

নবজাতক বিস্ময়ে দেখে তার প্রায়োগিক পরিচয়

কৃত্রিম কারুকাজে সজ্জিত সমাজ দেয়নি  স্বীকৃতি

হারিয়ে গেছে মানবিক মূল্যায়ন

বৃত্তের কেন্দ্রে থেমে গেছে সৌম্য সুখ

মন্তব্য: