অপু মেহেদী – এর কবিতা

Share on facebook
Share on twitter
Share on linkedin

মা ও হারজিত প্রসঙ্গ 

শ্রাবন সংক্রান্তির কালনিশায় আমার জন্ম বলে মায়ের অশ্রু

আর বৃষ্টিকে সমার্থক মনে হয়। দিনকে মনে হয় রাতের

হাস্যময় বহিঃপ্রকাশ।

হারজিতের মাঝেও আর যেন পার্থক্য দেখিনা। মা বলতেন-

যারা জিততে জিততে হেরে যায় আর যারা হারতে হারতে জিতে

তাদের মাঝে কোন তফাৎ নেই। তাই উভয়কে সমান ভেবেই 

যুদ্ধে নামি।

প্ররোচনা না প্রেরণার পতাকা উড়ছে দূরে কোথাও…

মা, তুমি আমার হারজিতের মাঝখানে দাঁড়িয়ে কিসের পাতাকা উড়াও…?

মন্তব্য: