অথই নীড় – এর কবিতা

Share on facebook
Share on twitter
Share on linkedin

গাছ

হৃদয় ছিঁড়ে গেলে ব্যথা পাওয়া বোঝায় না গাছ। 

তাদের জীবনী পড়তে বসলে নিজের কথাই মনে পড়ে। 

বুক খুলে আকাশ যেদিন সামনে এসে দাঁড়িয়েছিল, সেদিন গাছেদের কানে কানেই 

বলেছিলাম আমার গোপন ক্ষত। 

নিজেকে বলেছিলাম- মৃত্যু ডাকছে আমাকে সম্মোহনের বাঁশিতে। 

এতদিন পথ হেঁটে দেখেছি তোমার না থাকার পর আমার আর আপন কেউ নেই। 

নিজের কথা ঝরাপাতা আর নি:সঙ্গতা, গাঙচিল শৈশব। 

ভেজাচোখে দেখি আমি ব্রাত্যজন, প্রাগৈতিহাসিক কদমনেশায় ছুটে গেছি তোমাদের 

কাছে, বুঝিয়ে দিয়েছো গাছেদের সাথেই আমার নৃত্যের সংসার।

মন্তব্য: