শিকদার ওয়ালিউজ্জামান- এর কবিতা

Share on facebook
Share on twitter
Share on linkedin

আততায়ী খুন

ময়ূরের কবিতা ভোজে

    শকুনের জিহ্বা বেয়ে নামে আততায়ী খুন

তির্যক বৃষ্টিতে নেয়ে ওঠে নক্ষত্রের ঘুম…

শকুনের পালকে, 

ওমে বাড়তে থাকা মুরগীছানা পালাচ্ছে দিগ্বিদিক

দুপুর ডাইনিংয়েই সূচিত হবে বিকল্প ঘোর

এই উন্মাদ রাস্তায় এসো বদলে নিই নিজের সংলাপ

কৃত্রিম আবরণে হয়ে উঠি শকুনের ঠোঁট !!

ভয়   

গানের আসরকে নিছক ভেবে চলে গ্যাছে সবাই

ডানা খসে পড়ে আছি নিঃশ্ব পালক

অন্ধকার

সে আমার নিয়ত ভয়

ছড়ানো আলোতেও ভয় অতিপ্রাণ দৃশ্যের…

গানের জলসায় নিষিদ্ধ চোখের বুভুক্ষু ঠোঁট বলে-

থমকে দাও মৃত্যু, থমকে দাও ভয়

বদলে দাও নিঃশ্বের আগামী সময়।

মন্তব্য: