শিকদার ওয়ালিউজ্জামান এর কবিতা

Share on facebook
Share on twitter
Share on linkedin

ঘাসের ত্রিকোণমিতি

এক
ফড়িং এর ডানায় ঘাসেরাও হারিয়ে ফেলে সম্ভ্রম
অমিমাংসিত রোদে আমিও রোপন করি নষ্ট দুপুর…
আলোর মায়ায় প্রজাপতি রাত কি বার্তা শােনায়
বিষাদের খামে?
কুয়াশার জলে ভেজে কোন নিঃশ্বাস? কার ধ্যানে?

দুই
তৃষ্ণার আড়ালে পাখিরাও লিখে রাখে বর্ষার আগুন
বিকেলের বনিক খাতায় সূর্যের ঋণে সাজে অচেনা ফাগুন
নিষিদ্ধ কামরায় বিবস্ত্র শুয়ে থাকে অনাহারি ঘাসের পাঁজর
বিশ্বাসী আয়নায় রমনী নূত্যে বাজে বিরহ নূপুর

এমন বৈশাখে কি আশায় সাজে বালিকার দল? কোন সাজে?

তিন
আমাদের গায়ে অচেনা শ্রাবণ নামে ঘাসের জলসায়,
জলজ ভাবনায় পাড়ার ষোড়শীরা; সুচ আর সুতোয় বোনে
চাঁদের শরীর

যাযাবর মুদ্রায় দিশেহারা চাতক শিখে নেয় মানুষের চোখ
ঘাসের পৃথিবী জুড়ে সহসাই বাজে মেঘদের ছেঁড়া কীর্তণ
চেতনার ঝরাবাগান…

মন্তব্য: